কুষ্টিয়ার খোকসা উপজেলায় নাসিরুল (২৩) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৬ জুন) রাত ১০টার পরে খোকসা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের গড়াই নদীর শহর রক্ষা বাঁধের মাথা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে ভ্যানটি পড়ে থাকতে দেখা যায়। নিহত নাসিরুল খোকসা পৌরসভার ৫ নং ওয়ার্ডের জানিপুর পুরাতন বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে।
এলাকাবাসী জানায়, নাসিরুল সিলেটে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। দুদিন আগে তিনি বাড়ি ফেরেন। সোমবার বিকেলে নিজের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি।
রাত সাড়ে ৯টার দিকে একজন বোরকা পরা যাত্রী নিয়ে ওই ভ্যানচালককে বাঁধের মাথার দিকে যেতে দেখা যায়। এর কিছু সময় পর বোরকা পরা ব্যক্তি দ্রুত পায়ে আবার ফিরে আসেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা বোরকা পরা ব্যক্তিকে ধাওয়া করেও ধরতে পারেননি। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বাঁধপাড়ার গৃহিণী নাদিয়া ও জোৎসনা জানান, বোরকা পরা ওই ব্যক্তির চলে যাওয়া দেখে বাঁধের লোকজনের সন্দেহ হয়। তারা পিছু নেন। কিন্তু ধরতে পারেননি। ওই ব্যক্তিকে ধরতে পারলে হত্যার রহস্য জানা যেত। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জাগো নিউজকে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
আল-মামুন সাগর/এসজে/জিকেএস