দেশজুড়ে

ঈদে ৬ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর ২৭ জুন থেকে আগামী ২ জুলাই পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে। এসময়ে বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ কোনো ধরনের কার্যক্রম হবে না।

তবে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ থাকবে। এসময়ে সোনামসজিদ কাস্টমসসহ বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ৩ জুলাই থেকে আবারও বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানান তিনি।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল বলেন, ৬ দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রমবন্ধ থাকবে।

বিষয়টি ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোটার্স অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

সোহান মাহমুদ/এমকেআর/এএসএম