বিনোদন

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পিঁপড়াবিদ্যা

এরই মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ‘পিঁপড়াবিদ্যা’। এবার ছবিটি অংশ নিতে যাচ্ছে ভারতের কেরালা উৎসবে।এ উৎসবে যোগ দিতে ১৫ই ডিসেম্বর ফারুকী ও অভিনেতা নূর ইমরান মিঠু কেরালা যাচ্ছেন। প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত ১৪টি ছবি লড়াই করবে ‘স্বর্ণচক্রম’ পুরস্কারের জন্য। এ বিভাগে নির্বাচিত ছবির তালিকায় আছে ইরানের দুটি, ভারতের চারটি, মরক্কোর দুটি, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, জাপান ও বাংলাদেশের একটি করে ছবি।স্বর্ণচক্রম বিজয়ী ছবি ট্রফির পাশাপাশি পাবে ১৫ লাখ রুপি। ১৯শে ডিসেম্বর উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হবে বিজয়ী ছবির নাম। এ প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এটা অনেক বড় প্রতিযোগিতা। এখানে ‘পিঁপড়াবিদ্যা’ অংশ নিচ্ছে। আশা করছি ভাল কিছুই হবে।এদিকে গোহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে মঙ্গলবার সকালে ভারতে গেছেন ফারুকী। সেখান থেকে দেশে ফিরে ১২ই ডিসেম্বর সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাবেন তিনি। সেখানে প্রতিযোগিতা বিভাগে স্ক্রিন অ্যাওয়ার্ডের জন্য লড়ছে ‘পিঁপড়াবিদ্যা’। ১৩ই ডিসেম্বর ম্যারিনা স্যান বে’তে লালগালিচা অনুষ্ঠানে ঘোষণা করা হবে স্ক্রিন অ্যাওয়ার্ডে পুরস্কারপ্রাপ্তদের নাম। সেখান থেকে ফিরেই ১৫ই ডিসেম্বর মিঠুসহ কেরালা উৎসবে যোগ দিতে যাবেন ফারুকী।ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ ক’দিন আগেই মুক্তি পেয়ে দারুণভাবে আলোচিত হচ্ছে। এতে মিঠু ছাড়াও অভিনয় করেছেন শিনা চৌহান, মুকিত জাকারিয়া, মৌ, সামদানি ডন প্রমুখ।