দেশজুড়ে

চোখ জুড়ানো মেঘ-পাহাড়ের মুনলাই পাড়া

বান্দরবানের সদর উপজেলা রুমা থেকে ৫ কিলোমিটার দূরে মুনলাই পাড়া। দূর্গম পাহাড়ি এলাকার ছোট্ট পাড়াটি পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য দেশজুড়ে সুনাম কুড়িয়েছে।

এই জেলার অধিকাংশ বম জনগোষ্ঠী বসবাস এই পাড়ায়। বলা চলে পরিষ্কার-পরিচ্ছন্ন আর গোছানো অন্যান্য গ্রাম হরেও রুমা উপজেলার মুনলাই পাড়া একটু বেশিই সুন্দর।

বগালেক যাওয়ার পথে দেখা মেলে বম সম্প্রদায়ের এই পাড়া। পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিকল্পিতভাবে করা শোভাবর্ধক বিভিন্ন ফুল গাছের নয়নাভিরাম দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের।

২০১৯ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা তিন পার্বত্য জেলার সবচেয়ে গোছানো, সুন্দর ও পরিচ্ছন্ন গ্রামের উপাধি দেন এই মুনলাই পাড়াকে।

স্থানীয়রা বলেন, প্রায় ৩২ বছর আগে রুমা উপজেলা থেকে ৫ কিলোমিটার দূরে মাত্র ৬ বম সম্প্রদায়ের পরিবার নিয়ে গড়ে ওঠে পাড়াটি। নাম রাখা হয় মুনলাই। বর্তমানে ৪৭ পরিবারের বসবাস এই পাড়ায় এবং তারা সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী।

তারা বলেন, বর্তমানে দিনে দু’বার পরিষ্কার করা হয় মুনলাই পাড়া আর কাজটি করেন পাড়ার সবাই মিলে। সচেতনতা তৈরি জন্য বাড়ির উঠানে রাখা হয় ঝাড়ু, ডাস্টবিন। ঝুলিয়ে রাখা হয় পাড়া পরিষ্কার রাখার নির্দেশনা সম্বলিত সাইনবোর্ড। প্রত্যেক বাড়ির সামনে লাগানো হয়েছে ফুলের গাছ। নিজ বসত বাড়ির চারপাশে দিনে দু’বার পরিষ্কার করেন পরিবারের সদস্যরা। আর তাই পরিপাটি আর সাজানো-গোছানো পাড়া মুনলাই বগালেক যাওয়ার পথে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।

মুনলাই পাড়ার নবম শ্রেণির শিক্ষার্থী কিশোরী এলসি বম বলেন, আমরা সবাই নিজেদের ঘরবাড়ি ও চারপাশ সবসময় সুন্দর রাখি। দিনে দু’বার করে আমরা আমাদের ঘর ও রাস্তাঘাট পরিস্কার করি।

মুনলাই পাড়ার কিশোরী নুন জির বম বলেন, আমরা আমাদের পাড়াকে পরিস্কার রাখার পর একদিন জানতে পারলাম আমাদের এ পাড়াটি সেরা নির্বাচিত হয়েছে, এতে আমরা সবাই খুব আনন্দিত।

মুনলাই পাড়া কমিটির সভাপতি ডেবিট বম বলেন,পরিষ্কার-পরিচ্ছন্ন পাড়া হিসেবে পরিচিত হওয়ার পর বর্তমানে আমরা আমাদের পাড়াকে কীভাবে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায় তার জন্য কাজ করছি। শুধু পরিস্কারই নয়, আমরা আমাদের ঘরের আঙ্গিনায় ও রাস্তার পাশে সৌন্দর্য বৃদ্ধি করতে ফুলের গাছ লাগিয়েছি। এতে আমাদের চারপাশ পরিস্কারের পাশাপাশি সুন্দরও হয়েছে।

মুনলাই কমিউনিটি বেইজড ট্যুরিজমের সভাপতি রিয়্যালবো বম বলেন, অবস্থা যেমনই হোক পাড়া সবসময় পরিষ্কার রাখাই ছিল আমাদের উদ্দেশ্যে। আমাদের নির্দেশনা সবসময় নিজের বাড়ি ও তার আশপাশ নিজেদের দায়িত্বে পরিস্কার করতে হবে। এ জন্য প্রতিটি বাড়ির সামনে ডাস্টবিন ও দেয়ালে বাড়ি পরিষ্কার রাখতে নির্দেশনা দেওয়া আছে।

রুমার রেমাক্রী প্রাংসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিরা বম বলেন, এ পাড়াটিকে এমন ভাবে সাজানো হয়েছে যেন বাইরে থেকে যারা বেড়াতে আসেন তারা দেখে সন্তুষ্ট হন। শুধু পরিষ্কারই নয়, কেউ বেড়াতে আসলে এখানকার তরুণ-তরুণীরা নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে তাদেরকে বরণও করেন।

রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুল হক বলেন, প্রায় অর্ধশত বম সম্প্রদায়ের বসবাস এই মুনলাই পাড়ায়। চাকরির সুবাদে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার সুযোগ হয়েছে তার। তবে এতো সুন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো পাড়া কোথাও দেখেননি তিনি। অবসর পেলেই কিছুটা সময় কাটাতে এই মুনলাই পাড়ায় ছুটে যান।

এসএনআর/জিকেএস