খেলাধুলা

লেগ স্পিনারদের বড় হৃদয় দরকার

ক্রিকেট মাঠে ব্যাটসম্যানরা বোলারদের প্রতি চড়াও হওয়ার কারণে তাদের দয়ামায়াহীন বলা যেতে পারে কিন্তু বোলারদের, বিশেষ করে স্পিনারদের? স্পিনারদের দেখলেই ব্যাটসম্যানদের বিধ্বংসী রূপ বের হয়ে আসে। লেগ স্পিনার হলে তো কথাই নেই! ব্যাটসম্যানদের মার খেতেই যেন মাঠে আসেন লেগ স্পিনাররা। এজন্যই লেগ স্পিনারদের বড় হৃদয় থাকার প্রতি ইঙ্গিত দিলেন বর্তমান সময়ের সেরা লেগ স্পিনার ইমরান তাহির। ভারতে সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকারে তাহির বলেন, ‘একজন লেগ স্পিনার ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অফ স্পিনাররা পরে সেটি চালিয়ে নিতে পারে। লেগ স্পিনারদের অন্যান্য সবার থেকে বড় হৃদয় দরকার কারণ তারা প্রতিনিয়ত মাঠে দোষারোপের শিকার হন। বর্তমান সময়ে ক্রিকেট অনেক এগিয়েছে, ব্যাটগুলো অনেক বড় আর বাউন্ডারি ছোট। যদি আপনি আপনার প্লান সম্পর্কে জানেন তাহলে একজন লেগ স্পিনার হিসেবে আপনার সুস্থ মস্তিষ্কে বল করা উচিত। আমি আশাবাদী আপনি সাফল্য পাবেন।’ আইসিসির প্রায় প্রত্যেক ইভেন্টেই সেমিফাইনাল কিংবা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত কোন বিশ্বকাপই জিততে পারেনি ‘চোকার্সরা’। এবারের বিশ্বকাপটা অন্তত দেশের হয়ে জিততে চান ইমরান তাহির। তাহির বলেন, ‘আমরা বারবার সেমিফাইনালে যেয়ে হেরে যাচ্ছি কিন্তু সেমিতে ওঠাও কিন্তু চাট্টিখানি কথা নয়। আমরা কঠোর পরিশ্রম করছি ভালো করার জন্য। আশা করছি ভালো ফলাফল পাবো টুর্নামেন্ট শেষে।’আরআর/এমআর/পিআর