প্রতিবছরের মতো এবারও গাইবান্ধায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ জুন) গাইবান্ধার জুম বাংলাদেশ স্কুলের সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে মাংস বিতরণ করা হয়।
এদিন সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য পশু কোরবানি করেন জুম বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা। বৃষ্টিতেই কোরবানির যাবতীয় কাজ সম্পন্ন করে শিশুদের মাংস দেওয়া হয়।
আরও পড়ুন: বোনের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে খুন
প্রথম শ্রেণির শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলে, অনেকদিন ধরে গরুর মাংস খাওয়া হয় না। আজ স্কুল থেকে গরুর মাংস পেয়েছি। বাড়ি গিয়ে সবাই মিলে মজা করে পেট ভরে মাংস দিয়ে ভাত খাব।
জুম বাংলাদেশ'র গাইবান্ধা শাখার সমন্বয়ক মো. মেহেদী হাসান বলেন, কোরবানির আয়োজন আমরা প্রতিবছরে করে থাকি। এরই ধারাবাহিকতা এ বছরেও সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারের জন্য কোরবানি করা হয়েছে। আমরা সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সব সময় থাকতে চাই।
শামীম সরকার শাহীন/জেএস/এএসএম