লক্ষ্মীপুরে ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. নিশান (৩০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শনিবার (১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের পূর্ব চররুহিতা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানা যায়, ঘটনার সময় নিশান তার অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান। তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা নিশানকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনা শুনেছি। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি।
কাজল কায়েস/জেডএইচ/