আব্দুল্লাহ নাজিম আল-মামুন
বর্ষা এলে গাঁয়েফোটে ফুলজলে ডোবায় কর্ণফুলীর কূল।বর্ষা এলে গাঁয়েছোটে কিশোর দলপায়ে ফুটবল।
বর্ষা এলে গাঁয়েফিরে সজিবতাধুয়ে যায় মলিনতা।বর্ষা এলে গাঁয়েমায়ের মুখে কবিতাবুকে বাঁধে মমতা।
বর্ষা এলে গাঁয়েচড়ুই গায় গানছড়ায় বেলি ফুলের ঘ্রাণ।বর্ষা এলে গাঁয়ে চলে যায় ম্লানফেরে প্রকৃতির প্রাণ।
এসইউ/এমএস