আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও

অবশেষে মিয়ানমারে নতুন প্রেসিডেন্ট হলেন থিন কিয়াও। সোমবার পার্লামেন্টের স্পিকার মান উইন খাইং থান নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটির দিন ঘোষণা করার পর  মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট শেষে দেশটির গণতান্ত্রিক সরকারের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন থিন কিয়াও। এপ্রিলের ১ তারিখে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রথম দিকে থিন কিয়াও ছাড়াও টিন মিয়ো উইন এবং টিন মার অংয়ের নাম ছিল। তবে তিন জনের মধ্যে এগিয়ে ছিলেন অং সাং সু চির দীর্ঘ দিনের বন্ধু এবং বিশ্বস্ত সহযোগী থিন কিয়াও। তিনিই যে দেশটির নতুন প্রেসিডেন্ট হবেন সে বিষয়ে আগে থেকেই আভাস পাওয়া গিয়েছিল। আর সেই আভাস এখন সত্যি হলো। গত বছর নভেম্বরের জাতীয় নির্বাচনে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল ভোটে জয় লাভ করে। নিজের দলের এত বড় জয়ের পরও দেশটির প্রেসিডেন্ট হতে পারেননি সু চি। কেননা সু চির স্বামী ছিলেন বিট্রিশ নাগরিক। দেশের সংবিধান অনুযায়ী স্বামী বা সন্তান অন্য দেশের নাগরিক হলে প্রেসিডেন্ট হওয়া যাবে না। আর এ কারণেই দীর্ঘদিন সংগ্রাম করেও ক্ষমতা হাতে নিতে পারলেন না সু চি। তবে প্রেসিডেন্ট নির্বাচনের আগে গুঞ্জন উঠেছিল প্রেসিডেন্ট না হলেও প্রেসিডেন্টের ক্ষমতা সু চির হাতেই থাকবে। নির্বাচিত প্রেসিডেন্ট সু চির দিক নির্দেশনা অনুযায়ী চলবে। অর্থাৎ পেছন থেকে সব কল কাঠি নাড়বেন সু চি। এটা কতটুকু সত্যি হয় সেটাই এখন দেখার পালা। টিটিএন/এমএস