দেশজুড়ে

শিবচরে নির্বাচনী কর্মকর্তাদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ

মাদারীপুর জেলার শিবচর উপজেলার ১৬ ইউনিয়নে ১ম দফা নির্বাচনে নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের মঙ্গলবার সকাল থেকে ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলার শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনে নির্বাচন কমিশনের অভিজ্ঞ কর্মকর্তারা নিয়োগপ্রাপ্ত প্রায় ৭শ কর্মকর্তাদের এ প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণে নির্বাচনে ভোট প্রয়োগ কৌশলসহ নানান দিক তুলে ধরা হচ্ছে। এ সময় নির্বাচনী কর্মকর্তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্নের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন মিয়া জানান, যে কোনো মূল্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা সহ্য করা হবে না। এ কে এম নাসিরুল হক/এফএ/এমএস