দেশজুড়ে

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

টাঙ্গাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (২ জুলাই) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার ধোপাজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম রাফি (২০) উপজেলার দিঘর ইউনিয়নের দিঘর গ্রামের হাসাজানি গ্রামের জুয়েল হোসেনের (বাবলু) ছেলে। রাফি ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ালেখা করতেন। তার বাবা র‌্যাবে কর্মরত আছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে মোটরসাইকেলে করে দিঘর থেকে ঘাটাইল শহরের দিকে যাচ্ছিলেন রাফি। দুপুর ১২টার দিকে মহাসড়কের ধোপাজনি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে টাঙ্গাইলগামী একটি চলন্ত প্রাইভেটকারের ডান পাশের দরজায় গিয়ে লাগে। এতে মোটরসাইকেলটি দুমরে-মুচড়ে যায় ও রাফি মহাসড়কে ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে প্রাইভেটকারটি। তবে চালক পালিয়ে গেছেন।

আরিফ উর রহমান টগর/জেডএইচ