বান্দরবানে কিশোরদের সংঘবদ্ধ অপরাধপ্রবণতা কমাতে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। রোববার (২ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে এ অভিযান শুরু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা সদরের রাজার মাঠ, রোয়াংছড়ি বাসস্ট্যান্ড, তিন নম্বর, নতুন ব্রিজ এলাকায় স্কুল-কলেজ পড়ুয়া ও বিভিন্ন পেশাজীবী কিশোররা দলবদ্ধভাবে আড্ডা, মাদকসেবন, ঝগড়া, মারামারি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকাগুলোতে অভিযান পরিচালনা করছে পুলিশ।
বান্দরবান পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, অভিযানের প্রথম দিনে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রদের যাচাই করে তাদের বাবা-মায়ের সঙ্গে কথা বলে সবাইকে সতর্ক করা হয়েছে। কিশোরদের মধ্যে অপরাধপ্রবণতা কমাতে ও মাদকমুক্ত সমাজ গড়তে এ অভিযান চলমান থাকবে।
নয়ন চক্রবর্তী/জেডএইচ