ক্যাম্পাস

সংস্কৃতি-ই বাঙালির মূল শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন,  সংস্কৃতি-ই বাঙালির মূল শক্তি। সাংস্কৃতিক শক্তি দিয়েই বাঙালি  স্বাধিকার আন্দোলনসহ প্রতিটি আন্দোলনে সফলতা এনেছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা ইউনিভার্সসিটি কালচারাল সোসাইটি ওই উৎসবের আয়োজন করে। ভিসি বলেন, সাংস্কৃতিক শক্তি দিয়েই একটি জাতি এগিয়ে যেতে পারে এবং সেটি বঙ্গবন্ধু উপলব্ধি করতে পেরেছিলেন বলেই ৭ মার্চের ভাষণে তিনি সাংস্কৃতিক মুক্তির কথা বলেছিলেন। ওই ভাষণের মধ্য দিয়েই বাঙালি রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তির দিশা পেয়েছিল। তিনি বলেন, বাঙালির সংস্কৃতি জানার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করতে হবে। বিশ্বের বুকে বাংলাদেশ তথা জাতিকে তুলে ধরতে জানার কোনো বিকল্প নেই। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই জানার দ্বারকে খুলে দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।  অনুষ্ঠানে বিশেষ অতিথি বরেণ্য নাট্যব্যক্তিত্ব আলী যাকের বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতি ধারণ করেই সকল অপশক্তিকে মোকাবেলা করতে হবে। এর মধ্য দিয়েই মৌলবাদ, জঙ্গিবাদের মতো শক্তিকে প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সংগঠনের মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরী, সভাপতি ওয়াসেফ সাজ্জাদ, সাধারণ সম্পাদক আহসান রনি প্রমূখ। মেলা প্রাঙ্গন সাজানো হয়েছে গ্রামীণ মেলার বিভিন্ন পরিবেশনা দিয়ে। সন্ধ্যায় থাকছে লোকো গানের উৎসব।এএসএস/এএইচ/এমএস