দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর এলাকায় ঢেপা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই তরুণের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের প্রায় ২২ ঘণ্টাপর সোমবার (৩ জুলাই) সকাল ১০টার সময় নশিপুর বুড়িরহাট এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার হয়।পরে খবর দিলে পরিবারের সদস্যরা হাফেজ ইব্রাহীমের (১৫) মরদেহটি শনাক্ত করেন।
এর আগে রোববার (২ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় কাহারোল উপজেলার কান্তনগর পাড়ায় কান্তনগর ব্রিজের ৫০০ মিটার উত্তরে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ পাল্টাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হাফেজ ইব্রাহীম (১৫) ও দ্বীপনগর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মিম (১৬) ঢেপা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। তারা দুইজন সম্পর্কে মামা ভাগিনা।
আরও পড়ুন: ঢেপা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই তরুণ
এদিকে সোমবার সকাল থেকে পুনরায় নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম একজনের মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/জেএস/জেআইএম