দেশজুড়ে

জাহাজে বিস্ফোরণ, আগুন আতঙ্কে বৃদ্ধার মৃত্যু

ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের বিস্ফোরণের ঘটনায় আগুন আতঙ্কে জয়নব বিবি (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্ট্রোক করে তিনি মারা যান।

জয়নব বিবি শহরের সিটিপার্ক চর এলাকার মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাকবলিত তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এর তেল অপসারণকালে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তীরে নোঙর করে তেল অপসারণ করতে গেলে এ দুর্ঘটনায় তেল নদীতে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের আগুনও জ্বলতে থাকে। এটা দেখে নদী তীরবর্তী বাসিন্দা বৃদ্ধা জয়নব বিবির হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১

ঝালকাঠির সুগন্ধা নদীতে জাহাজ সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা ১০ পুলিশ সদস্যসহ ১২ জন দগ্ধ ও আহত হয়েছেন। সোমবার বিকেল ৬টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই স্থানে সাগর নন্দিনী-২ ও সাগর নন্দিনী-৪ জাহাজ নোঙর করা ছিল।

আতিকুর রহমান/এসআর/জেআইএম