কোরবানির ঈদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আলোচনায় এসেছিল হলস্টেইন-ফ্রিজিয়ান জাতের রাজাবাবু। ৪০ মণ ওজনের গরুটির দাম হাঁকা হয়েছিল ২০ লাখ টাকা। তবে আশানুরূপ দামে বিক্রি না হওয়ায় রাজধানীর গাবতলী পশুহাট থেকে চিরচেনা গোয়াল ঘরে ফিরেছে ষাঁড়টি।
উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জুলফিকার আলী এ বৃহদাকার গরুটির মালিক। এবারের কোরবানি ঈদে পশুর হাট কাঁপানোর জন্য ৪০ মণ ওজনের ষাঁড়টি বিশেষভাবে দেখভাল করেছিলেন। প্রতিদিন তার খাবার খরচ অন্তত হাজার টাকা। সম্পূর্ণ স্টেরয়েডবিহীন খাদ্যাভ্যাসে অভ্যস্ত শান্ত-স্বভাবের গরুটি দেখতে ছুটে আসেন দূর-দূরান্তের মানুষ।
আরও পড়ুন: জেলার সবচেয়ে বড় গরু রাজাবাবুর ওজন ৪০ মণ, দাম ২০ লাখ খামারি জুলফিকার আলী বলেন, রাজাবাবুকে রাজধানীর গাবতলী পশুর হাটে বিক্রির জন্য নিয়েছিলাম। হাটের খদ্দেররা সর্বোচ্চ ৪ লাখ টাকা দাম বলেছিলেন। আশানুরূপ দাম না পাওয়ায় গরুটি বিক্রি হয়নি। ইচ্ছা আছে গরুটি আরও এক বছর লালন-পালনের।
গত বছরের কোরবানি মৌসুমে ৩২ মণ ওজনের চাঁপাই সম্রাট নামে একটি ষাঁড়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন খামারি জুলফিকার আলী।
সোহান মাহমুদ/এসজে/এএসএম