আন্তর্জাতিক

সিরিয়া ছাড়লো রাশিয়ার সেনা বহনকারী বিমান

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা দেওয়ার একদিন পর রাশিয়ার সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ছাড়তে শুরু করেছে। মঙ্গলবার সকালে রুশ সেনা বহনকারী একটি বিমান মস্কোর উদ্দেশ্যে সিরিয়ার মাইমিম বিমান ঘাঁটি ত্যাগ করেছে।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নিরাপত্তা বাহিনী সিরিয়া ছাড়তে শুরু করেছে। সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আশ্চর্যজনক ঘোষণার পর সেনাদের বহনকারী একটি বিমান মস্কো উদ্দেশ্যে উড়াল দিয়েছে।পশ্চিমা কর্মকর্তারা রাশিয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, এটি শান্তি আলোচনায় অংশ নিতে সিরিয়া সরকারের ওপর চাপ তৈরি করবে। সংঘাত মীমাংসা করার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে জেনেভায় দ্বিতীয় দিনের মতো শান্তি আলোচনা চলছে। পরবর্তীতে সিরিয়ার যুদ্ধাপরাধ নিয়ে জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করবে। এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া থেকে মস্কোর নিরাপত্তা বাহিনীর সদস্য প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরেই মঙ্গলবার মস্কো সেনাদের বহনকারী প্রথম বিমান সিরিয়া ত্যাগ করেছে।এসআইএস/আরআইপি