দেশজুড়ে

শিক্ষার্থীর পিঠে গরম পানি ঢেলে দিল দুর্বৃত্তরা

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের (আরপিআই) হাসিবুল হোসেন (১৮) নামে এক শিক্ষার্থীর পিঠে গরম পানি ছুড়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বর্তমানে দগ্ধ হাসিবুল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে আরপিআই এর ইলেক্ট্রনিক্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।দগ্ধ হাসিবুল জানায়, সোমবার রাত একটার দিকে সে মহানগরীর সাহেব বাজার গণকপাড়া হয়ে হেঁটে মেসে ফিরছিল। ওই সময় কে বা কারা তার পিঠে গরম পানি ছুড়ে পালিয়ে যায়। এতে তার পিঠ ঝলসে যায়। পরে এক রিকশা চালকের সহযোগিতায় সে রামেক হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে সে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে।এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, এ ধরনের কোনো অভিযোগ তিনি তার পুরো চাকরি জীবনে শোনেননি। এই প্রতিবেদকের কাছেই প্রথম এ ধরনের আক্রমণের কথা শুনলেন। এ বিষয়ে অভিযোগ পেলে অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা করবেন বলে জানান তিনি।শাহরিয়ার অনতু/এফএ/আরআইপি