পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পুনর্বাসনের দাবিতে খুলনায় কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন শের-ই-বাংলা বিপণিকেন্দ্রের (রেলের ভূমি ব্যবহারকারী) ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে ১২৮ জন ব্যবসায়ী পুনর্বাসনের দাবিতে এ মিছিল করেন।শের-ই-বাংলা বিপণিকেন্দ্রের দোকান ঘর মালিক সমিতির উদ্যোগে বিপণিকেন্দ্রের সামনে থেকে এ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বিপণিকেন্দ্রের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি চ ম মুজিবর রহমান।সভাপতির বক্তব্যে তিনি বলেন, আধুনিক রেলস্টেশন নির্মাণ কাজ শুরু হওয়ায় শের-ই-বাংলা বিপণিকেন্দ্রের ব্যবসায়ীরা উচ্ছেদের শিকার হয়েছেন। এ অবস্থায় মানবেতর জীবন-যাপন করছেন তারা। তাদের পুনর্বাসনের কথা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।এ সময় তিনি অবিলম্বে ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানান। সমাবেশে সমিতির সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন বাবরসহ সাধারণ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।সমাবেশে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ১৬ মার্চ খুলনা রেলভবন ঘেরাও ও প্রতিবাদ সভা, ১৯ মার্চ বিপণিকেন্দ্রের সামনে অবস্থান ধর্মঘট এবং ২০ মার্চ ব্যবসায়ীরা মানববন্ধন করবেন বলে ঘোষণা দেয়া হয়।আলমগীর হান্নান/এফএ/এবিএস