দেশজুড়ে

প্রধানমন্ত্রীর উন্নয়ন বরাদ্দের কাজ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না

রংপুর-২ আসনে (বদরগঞ্জ-তারাগঞ্জ) প্রধানমন্ত্রীর উন্নয়ন বরাদ্দের কাজ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সুমনা আক্তার লিলি।

বুধবার (৫ জুলাই) দুপুরে নগরীর একটি হোটেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশী সুমনা আক্তার লিলি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ অভিযোগ তোলেন।

লিলি বলেন, আমি রংপুরের তারাগঞ্জ উপজেলার মেয়ে। প্রত্যন্ত এলাকা থেকে রাজধানী ঢাকায় গিয়ে পড়াশোনার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি। অনেক লড়াই-সংগ্রাম ও পরিশ্রমের মধ্য দিয়ে ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। সাংগঠনিক রীতি অনুযায়ী ছাত্রজীবন শেষে আমি এখন মূল সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কেন্দ্রীয় নেতাদের ইচ্ছা ও নির্দেশে বর্তমান রংপুর জেলা আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটির সদস্য। পেশাগতভাবে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, আমদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জেলার উন্নয়নের জন্য অনেক কিছুই করেছেন এবং করবেন। যার ফিরিস্তি আপনারা জানেন। কিন্তু ব্যতিক্রম শুধু তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় এলাকাটি। এখনো দুটি উপজেলার মানুষের ভাগ্যের খুব একটা পরিবর্তন হয়নি। অথচ এখানে স্থানীয় অনেক সম্ভাবনা আছে, যা কাজে লাগিয়ে এলাকার দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো যেতো। কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে টিআর-কাবিখার প্রকল্প ছাড়া উল্লেখযোগ্য কোনো কাজ এখানে হয়নি। স্কুল-কলেজের এমপিও আর নিয়োগ বাণিজ্যের বৃত্তে বন্দি নেতৃত্ব আজকের বাংলাদেশে অচল।

লিলি বলেন, আমি তরুণসহ সব বয়সী মানুষের সমর্থনে এগিয়ে যেতে চাই। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রংপুর-২ আসন থেকে নৌকার মনোনয়ন চাইবো। জনগণের অকুণ্ঠ সমর্থনে নির্বাচিত হয়ে এলাকার মানুষের দিন বদলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাবো। এতে যত বড় বাধাই আসুক না কেন, এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে আমি পিছপা হবো না।

এ সময় তারাগঞ্জ উপজেলা ইকরচালীর মাহবুব হাসান মজনু, আল-আমিন হোসেন, অশোক রায়, দীপক রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।

জিতু কবীর/এসজে/জেআইএম