দেশজুড়ে

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় বৃদ্ধ নিহত

সাতক্ষীরা সদরে বাসচাপায় আকরাম হোসেন (৬৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৫ জুলাই) বিকেল ৩টায় শহরের ইটাগাছা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মৃত আফিল উদ্দিন সানার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আকরাম হোসেন সড়ক ও জনপথ মসজিদে জোহরের নামাজ পড়ার কিছুক্ষণ পর বাসার উদ্দেশ্যে বের হন। এসময় পেছন থেকে শ্যামনগরগামী আল-আমিন পরিবহনের একটি বাস তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই আকরাম হোসেন মারা যান।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম