গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে মায়া আক্তার নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার ঘাঘোয়া ইউনিয়নের উত্তর ঘাঘোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মায়া ওই গ্রামের মেহেরুল মিয়ার মেয়ে।
আরও পড়ুন: নিখোঁজের একদিন পর পুকুরে মিললো শিশুর মরদেহ
স্বজনদের সূত্রে জানা যায়, শিশু মায়ার বাড়ির পাশেই পুকুর আছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে পুকুর পাড়ের মাটি পিচ্ছিল হয়েছিল। সন্ধ্যার আগে শিশুটিকে ঘরে রেখে তার মা বাহিরে গিয়েছিল। ঘরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর পাড়ে গিয়ে দেখতে পান শিশুটি পানিতে ভেসে আছে। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মাহাবুব আলম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু মায়ার মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
শামীম সরকার শাহীন/জেএস/জেআইএম