দেশজুড়ে

নোয়াখালীতে তিন হাসপাতালকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

নোয়াখালীতে অনুমোদন না থাকায় তিন হাসপাতালকে সাড়ে তিনলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মুন হাসপাতাল থেকে দুই দালালকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চালানো এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. মো. সোহরাব হোসেনসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে নোয়াখালী ইউনাইটেড হসপিটালকে দুইলাখ, মুন হসপিটালকে একলাখ ও আদর হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মুন হসপিটাল থেকে আবদুল আল মুজিব (৩০) ও মো. চৌধুরী (৪৫) নামে দুই দালালকে আটক করা হয়।

আরও পড়ুন: ট্রাকভর্তি ভারতীয় শাড়িসহ তিন চোরাকারবারি গ্রেফতার

মেডিকেল কর্মকর্তা ডা. মো. সোহরাব হোসেন জাগো নিউজকে বলেন, হসপিটালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ লাইসেন্সসহ পরিবেশ, মাদক ও ফায়ার সার্ভিসের অনুমোদন ছিল না। এছাড়াও ইউনাইটেড ও মুন হসপিটালে অনুমোদিত কোনো নার্স পাওয়া যায়নি। ছয়জনের পরিবর্তে একজন মাত্র ডিউটি ডাক্তার দিয়ে চলছিল ২০ বেডের হাসপাতাল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস জাগো নিউজকে বলেন, অনিয়মের সত্যতা পাওয়ায় নোয়াখালী ইউনাইটেড হসপিটালকে দুইলাখ, মুন হসপিটালকে একলাখ ও আদর হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনুমোদনহীন হাসপাতালগুলোতে জনগণ সেবা না পেয়ে উল্টো হয়রানি হচ্ছে বলে অভিযোগ ছিল। তাই জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে আজ তিনটি হাসপাতালে অভিযান চালানো হলো। ভবিষ্যতে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ইকবাল হোসেন মজনু/জেএস/জেআইএম