দেশজুড়ে

বঙ্গবন্ধুর ফুফাতো ভাই খন্দকার এনায়েত হোসেন আর নেই

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুফাতো ভাই খন্দকার এনায়েত হোসেন আর নেই। বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সকালে ফরিদপুর শহরের ঝিলটুলির নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি মরহুম খন্দকার মোহাম্মদ হোসেনের কনিষ্ঠ ছেলে।

ফরিদপুর শহরের হারুকান্দিতে নিজ গ্রামের বাড়িতে আসরের নামাজের পর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

তার মৃত্যুর সংবাদ শুনে ছুটে যান হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ.কে. আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক মো. ইসতিয়াক আরিফসহ জেলা আওয়ামী লীগের নেতারা।

এন কে বি নয়ন/এফএ/জেআইএম