দেশজুড়ে

হেলিকপ্টারে চড়ে গ্রামে প্রবাসী, ফুল দিয়ে বরণ করলো এলাকাবাসী

স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পানাউল্লাহরচর ও বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের খেয়াঘাটে হেলিকপ্টার অবতরণ করে পাঁচ শতাধিক নারী-পুরুষকে নির্বিচারে হত্যা করে। বর্তমানে ব্রহ্মপুত্র নদের দুই পাড়েই বদ্ধভূমি রয়েছে। যুদ্ধের সময় এখানে পাকিস্তানি বাহিনীর হেলিকপ্টার অবতরণ করার খবরে মানুষজন পালিয়ে যেতো।

স্বাধীনতার ৫০ বছর পর সেই একই জায়গায় হেলিকপ্টার অবতরণ দেখে মানুষের ভিড়। কয়েকশ মানুষ। আজ কারও মনে শঙ্কা কাজ করছে না। সবার মনোযোগ হেলিকপ্টারের দিকে। এক লন্ডন প্রবাসী হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে এসেছেন। এ খবর শুনেই ছুটে এসেছেন তারা।

ওই প্রবাসীর নাম হেলাল তালুকদার। তিনি উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত ইদুল তালুকদারের ছেলে।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে হেলাল তালুকদার ও তার পরিবারের সদস্যদের বহনকারী এস আলম গ্রুপের একটি হেলিকপ্টার বধ্যভূমি মাঠে অবতরণ করেন। এসময় তাদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন গ্রামবাসী।

প্রবাসী হেলাল তালুকদার বলেন, স্বাধীনতার ৫০ বছরেও কাছ থেকে কখনো হেলিকপ্টার দেখিনি গ্রামের মানুষজন। তাই গ্রামের মানুষের মনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে হেলিকপ্টার নিয়ে গ্রামে আসি। গ্রামে ফিরে হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়ে আমি সত্যি ধন্য হয়েছি।

হেলাল তালুকদার ৩০ বছর আগে প্রবাসে পাড়ি জমান। প্রথমে ইতালিতে বসবাস করেন। বর্তমানে তিনি লন্ডনের পাসপোর্টধারী হিসেবে সেখানে স্থায়ীভাবে বসবাস করেন পরিবার-পরিজন নিয়ে। কয়েক বছর পরপর তিনি নিজে গ্রামে এলেও এই প্রথম পরিবার-পরিজন নিয়ে তার গ্রামে আসা।

রাজীবুল হাসান/এসআর/জেআইএম