সম্প্রতি খুলে দেওয়া কুষ্টিয়ার কুমারখালীর শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সেতুর দক্ষিণ পাশে (যদুবয়রা) অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় হৃদয় হোসেন নামের এক যুবক কুমারখালী-যদুবয়রা সেতুর (প্রস্তাবিত নাম: শহীদ গোলাম কিবরিয়া সেতু) নিচে (দক্ষিণ পাশে) পাকা দোকানঘর নির্মাণ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ স্থাপনাটি ভেঙে দেওয়া হয়।
ইউএনও বিতান কুমার মণ্ডল বলেন, নতুন সেতুর একদম নিচে অবৈধভাবে স্থাপনাদি নির্মাণ করা হচ্ছিল। খবর পেয়ে তা ভেঙে দেওয়া হয়েছে।
আল মামুন সাগর/এসআর/এমএস