দেশজুড়ে

২০ কিমি সড়কে ১০ ঘণ্টা ধরে যানজট, যাত্রী ভোগান্তি চরমে

বঙ্গবন্ধু সেতু পশ্চিম নলকা সেতু হতে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মহাসড়কের সৃষ্ট যানজটের রেশ রাতেও কাটেনি।

শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া যানজট রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক হয়নি। প্রায় ২০ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজটে যাত্রীরা ১০ ঘণ্টা ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।

বাস যাত্রী রাজু আহম্মেদ জাগো নিউজকে বলেন, সিরাজগঞ্জ শহর থেকে বগুড়ার উদ্দেশ্যে দুপুরে বাসে রওয়ানা হলেও বিকেল অবধি চান্দাইকোনা অতিক্রম করতে পারিনি। তবে রাতে ধীরে ধীরে যানবাহন চলতে থাকলেও জট একেবারে কমেনি।

রাত ৮টার দিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মনিরুল ইসলাম জাগো নিউজকে জানান, নলকা সেতু হতে চান্দাইকোনা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। তবে এর রেশ এখনও কাটেনি। এটি নিরসনে আমরা কাজ করছি।

আরও পড়ুন: সিরাজগঞ্জে মহাসড়কে তীব্র যানজট, রাস্তায় বসে যাত্রীরা

চান্দাইকোনা বাজার এলাকার ব্যবসায়ী নাসির উদ্দিন জাগো নিউজকে বলেন, এ যানজটে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ শতশত যানবাহন এখনও সড়কে আটকে আছে। সকাল থেকেই চলা এই দুর্ভোগে একেবারেই নাকাল হয়ে পড়েছেন সড়কে যাতায়াত করা যাত্রীরা। তাদের অনেকেই চলতি পথে অসুস্থও হয়ে পড়ছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল কবির জাগো নিউজকে বলেন, ছুটির দিনে মহাসড়কে পরিবহনের চাপ একটু বেশি থাকে। যে কারণে এখন পর্যন্ত থেমে থেমে গাড়ী চলছে। তবে আমরা চেষ্টা করছি যেন দ্রুতই এ যানজট দূর করা যায়।

এম এ মালেক/এএইচ/এএসএম