দেশজুড়ে

বাসভাড়া ১০০ টাকা বেশি, জরিমানা গুনলেন ১০ হাজার

নোয়াখালীর চাটখিলে বাসভাড়া ১০০ টাকা বেশি নেওয়ায় হিমালয় পরিবহনের ম্যানেজার সামছুল আলমকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও আল বারাকা পরিবহনের ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ জুলাই) দুপুরে চাটখিল পৌরবাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এ অভিযান চালান।

হিমালয় পরিবহনের দণ্ডপ্রাপ্ত ম্যানেজার সামছুল আলম চাটখিলের পুরুষোত্তমপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় জাগো নিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসভাড়া ৫০০ টাকার জায়গায় ৬০০ টাকা নিচ্ছিল গণপরিবহনগুলো। ভোক্তাদের এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে পূর্বে জরিমানা করা হিমালয় পরিবহনের আবারও একই অপরাধ প্রমাণিত হওয়ায় ম্যানেজার সামছুল আলমকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে তিন হাসপাতালকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

তিনি আরও বলেন, অন্যদিকে আল-বারাকা পরিবহনেও জনপ্রতি ১০০ টাকা করে বেশি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় চাটখিল থানা পুলিশ সদস্যরাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/জেএস/এমএস