যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ চুরির ঘটনায় জড়িত ম্যানিলার ৬ ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিলিপাইন। এর মধ্যে কিম উন নামে চীনের এক নাগরিক ফিলিপাইন ছেড়ে হংকংয়ে পালিয়ে গেছেন। বাংলাদেশ ব্যাংক থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলারের মধ্যে ফিলিপাইনের কয়েকটি অ্যকাউন্টে চলে যায় মোট ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার। ফিলিপাইনের ব্যাংকে যাওয়া এই অর্থ পাচারের সঙ্গে চীনের ওই নাগরিক অন্য পাঁচজনের সঙ্গে জড়িত ছিলেন বলে ম্যানিলার অর্থপাচারবিরোধী কাউন্সিল (এএমএলসি) জানিয়েছে। ফিলিপাইন কর্তৃপক্ষ বলছে, গত ৪ মার্চ স্থানীয় সময় বিকেল ৬টার দিকে ফিলিপাইন ছেড়ে হংকংয়ে পালিয়ে গেছে চীনের ওই নাগরিক। বিভিন্ন দেশে যাতায়াতের জন্য তার কাছে একাধিক পাসপোর্টও আছে। চীনের ওই নাগরিক সহ অারো পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিলিপাইন। এসআইএস/আরআইপি