বর্তমানে শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষায় শিক্ষার্থীরা নকল করছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহ্সান হাবীব।মঙ্গলবার দুপুরে আখাউড়া পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত পৌরসভার ভিশন টুয়েন্টি টুয়েন্টিফোরের আওতায় এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিশেষ কোচিং ক্লাসের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ইউএনও বলেন, এখন শিক্ষার্থীরা নকল নিয়ে হলে প্রবেশ করেনা বরং শিক্ষকদের পকেটেই এখন নকল থাকে। নকল করতে তারা শিক্ষার্থীদের উৎসাহিত করেন। এবারের এসএসসি পরীক্ষায় শিক্ষকরা বাইরে অবজেকটিভ প্রশ্ন পাঠিয়ে উত্তর লেখে দিয়েছেন বলেও আমার কাছে খবর আছে। ডিগ্রি পরীক্ষাতে নকল হয়েছে বলে খবর পেয়েছি। যে কারণে আগামী পরীক্ষাগুলোতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ইউএনও হুশিয়ারি উচ্চারণ করেন।পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আখাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা, পৌরসভার সচিব মো. আজম হোসেন, প্রভাষক জাবেদ আহম্মেদ খান প্রমুখ।আজিজুল আলম সঞ্চয়/এমএএস/আরআইপি