বিনা টিকিটে রেলভ্রমণ করায় নাটোর রেলস্টেশনে শতাধিক যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সদস্যকে মারপিট করেছে রেলওয়ের নিরাপত্তা বাহিনী। এদিকে রেলওয়ের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় অর্ধ-শতাধিক অবৈধ স্থাপনাও উচ্ছ্বেদ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে নাটোর রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান চালায় পাকশি রেলওয়ে কর্তৃপক্ষ। এসময় দ্রুতযান এক্সপ্রেস, তিতুমীর, রুপসা, বরেন্দ্রসহ বেশ কয়েকটি ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। পরে বিনা টিকিটে রেলভ্রমণ করার অপরাধে এসব ট্রেনের শতাধিক যাত্রীকে জরিমানা করে পাকশি রেলওয়ের ভূ-সম্পতি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। এদিকে বিনা টিকিটে রেলভ্রমণ এবং টিকিট দেখতে চাওয়া নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য আব্দুল মান্নানের সঙ্গে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর ধাক্কা-ধাক্কি হয়। এক পর্যায়ে রেলে নিরাপত্তা বাহিনীরা ওই পুলিশ সদস্যকে মারপিট করে। পরে টিকিটের টাকা নিয়ে ছেড়ে দেয়া হয় ওই পুলিশ সদস্যকে। এ বিষয়ে পাকশি রেলওয়ের ভূ-সম্পতি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ বলেন, বিনা টিকিটে রেলভ্রমণ করা নিয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সঙ্গে পুলিশ সদ্যস্যের বাক-বিতণ্ডা হয়। তবে টিকিটের টাকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত পুলিশ সদস্য তার কর্মস্থলে চলে গেছে। আর এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। রেজাউল করিম রেজা/এমএএস/আরআইপি