নরসিংদীর পলাশে বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাবি মিয়া (৫৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ জুলাই) গভীর রাতে তাকে গ্রেফতার করে করা হয়।
গ্রেফতার হাবি মিয়া ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের মৃত করম আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর।
পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, ভুক্তভোগী শিশুর মা জীবিকার তাগিদে প্রবাসে আছেন। বাড়িতে বাবা ও ভাইয়ের সঙ্গে ঘোড়াশাল পৌর এলাকায় বসবাস করেন ওই শিশু। গত ২৭ জুন বিকেলে তাদের বাড়ির পাশের একটি টেকে ওই শিশুকে একা পেয়ে হাবি মিয়া তার বাবাকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। একইভাবে পরদিন সন্ধ্যায় ফের ধর্ষণ করেন। পরে ওই শিশু অসুস্থ হয়ে পড়ে।
ভুক্তভোগীর বাবা ধর্ষণের আলামত পেয়ে মেয়েকে জিজ্ঞাসা করলে হাবি মিয়া তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন বলে জানায়। পরে শনিবার রাতে হাবি মিয়াকে অভিযুক্ত করে ভুক্তভোগীর বাবা পলাশ থানায় মামলা করেন। মামলার পর শনিবার রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ভুক্তভোগীর বাবা মামলা করলে শনিবার রাতে ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে হাবি মিয়াকে গ্রেফতার করা হয়।
এমআরআর/জিকেএস