দেশজুড়ে

তিস্তায় নৌকাডুবিতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার (৯ জুলাই) দুপুর ও রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সকালে উপজেলার ধুবনি গ্রামের তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে।

তারা হলেন- হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত দমেজ উদ্দিনের ছেলে ফজলুল হক (৪৫) ও একই এলাকার মৃত খাদু শেখের ছেলে শফিকুল (৪৫)। আহিদুল নামের আরও একজনের মৃত্যু।

আরও পড়ুন: তিস্তায় নৌকা ডুবে তিন শ্রমিক নিখোঁজ 

স্থানীয়রা জানান, সকালে ধুবনী এলাকার ১৩ কৃষক নদী পার হয়ে চরে যাওয়ার সময় মাঝনদীতে নৌকা উল্টে যায়। এসময় ১০জন তীরে আসতে পারলেও তিনজন নিখোঁজ হন। ঘটনার পর থেকে নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা অভিযানে নামে।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, সকাল থেকে ডুবুরিদলের উদ্ধার তৎপরতা চালু রয়েছে। শফিকুল ইসলাম ও ফজলুল হক নামের দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, নৌকায় নদী পারাপারের সময় নৌকাডুবে নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে।

রবিউল হাসান/আরএইচ/জিকেএস