নোয়াখালীর চাটখিলে প্রকাশ্যে মাদক সেবন করায় মো. সোহেল (২৬) নামের এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার পাঁচগাও ইউনিয়নে আবু তোরাবনগর গ্রামে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত সোহেল ওই গ্রামের মো. কামালের ছেলে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়।
আরও পড়ুন: স্কুলমাঠে বসে মাদক সেবনের দায়ে ২ যুবকের জেল
রায়ের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে তিনি বলেন, অভিযুক্ত সেহেলকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে গাঁজা জব্দ করা হয়। পরে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্টের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামানসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস