কক্সবাজারের টেকনাফে চার কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি। সোমবার (১০ জুলাই) উপজেলার নাইট্যংপাড়া বরফকল এলাকা থেকে আইসগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। ভোরে টহলদল দুই ব্যক্তিকে একটি বস্তা হাতে নাফ নদী পার হয়ে নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে বাঁধের দিকে আসতে দেখে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা প্লাস্টিকের বস্তাটি ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যান।
আরও পড়ুন: টেকনাফে সাড়ে ১০ কোটি টাকার আইস জব্দ
তিনি আরও জানান, ওই স্থানে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তা থেকে চার কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, আইসগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস