ফেনীর ছাগলনাইয়ায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে লাইনম্যান হত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার (৯ জুলাই) রাতে নিহতের স্ত্রী আরিফা বেগম বাদী হয়ে মামলাটি করেন।
আসামিরা হচ্ছেন- সিএনজিচালক বেলাল হোসেন ও তার ছেলে ইমাম হোসেন বাপ্পি। তাদের বাড়ি নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর গ্রামে। তারা বাবা-ছেলে দীর্ঘদিন ছাগলনাইয়া শহরে ভাড়া বাসায় থেকে সিএনজি চালাতেন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত প্রধান আসামি বেলালকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: ভটভটি চালককে পিটিয়ে হত্যা
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ জানান, লাইনম্যান হারুন হত্যা মামলার প্রধান আসামি সিএনজিচালক বেলালকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে৷
এর আগে রোববার বিকেলে ছাগলনাইয়া সিএনজি স্টেশনে তুচ্ছ ঘটনায় লাইনম্যান হারুনকে পিটিয়ে হত্যা করে সিএনজিচালক বেলাল ও তার ছেলে বাপ্পি।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জিকেএস