চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণের মাটি খুঁড়তে গিয়ে দুটি একনালা বন্দুক উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বে দিকের মাটি খুঁড়তে গিয়ে বন্দুক দুটি উদ্ধার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বে দিকের সীমানা প্রাচীর হেলে পড়ায় নতুনভাবে সীমানা প্রাচীর নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন কয়েকজন শ্রমিক। এসময় মাটি খুঁড়তেই বেরিয়ে আসে দুটি একনালা বন্দুক। তাৎক্ষণিকভাবে শ্রমিকরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান শিবগঞ্জ থানাপুলিশকে জানালে তারা এসে পরিত্যক্ত অবস্থায় দুটি বন্দুক উদ্ধার করে থানায় নিয়ে যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, বন্দুক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্দুক দুটি মুক্তিযুদ্ধ সময়কালের।
সোহান মাহমুদ/এসআর/জেআইএম