যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বছাইয়ের লড়াইয়ে মঙ্গলবার পাঁচটি অঙ্গরাজ্যে ভোট অনুষ্ঠিত হয়। এই পাঁচটি অঙ্গরাজ্য হচ্ছে ওহাইয়ো, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, ইলিনয় এবং মিসৌরি। এর মধ্যে ফ্লোরিডা, ওহাইও এবং নর্থ ক্যারোলিনায় জয়ী হয়েছেন ডেমোক্রেট দলের মনোনয়নপ্রত্যাশী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এই জয়ের মাধ্যমে নভেম্বরে আসন্ন নির্বাচনে প্রার্থীতার পথে অনেকটাই এগিয়ে গেলেন হিলারি। তিনি নর্থ ক্যারোলিনায় ৫৪ দশমিক ৭ ভাগ এবং ইলিনয়সে ৫১ দশমিক ২ ভাগ ভোট পেয়েছেন। ওহাইও অঙ্গরাজ্যের ভোটের ফলাফল এখনো জানা যায়নি। মিসৌরিতে জয়ী হয়েছেন বার্নি স্যান্ডার্সের। নিজের একমাত্র প্রতিদ্বন্দ্বীর কাছে অল্প ভোটের ব্যবধানে হেরে গেছেন হিলারি। মিসৌরিতে স্যান্ডার্স পেয়েছেন ৫০ দশমিক ৮ ভাগ ভোট। আর হিলারি পেয়েছেন ৪৮ শতাংশ ভোট।টিটিএন/পিআর