নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন রানাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার (১০ জুলাই) বিকেলে জেলা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান মাস্টার।
আরও পড়ুন: মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
তিনি বলেন, নাসির উদ্দিন রানা আওয়ামী লীগের কেউ নয়। ২৫ মে ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেন। মোটা অংকের অর্থের বিনিময়ে ভোট কিনে এবং ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে জনমনে ভীতি সৃষ্টি করে বিজয়ী হয়েছেন। নির্বাচনের দিন সন্ত্রাসী রানা তার গুণ্ডা বাহিনী ও জামায়াত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বালী মহিষাটী কেন্দ্রে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় ২২ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আহতরা ঢাকা এবং ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় যুবলীগ নেতা সিদ্ধার্থ শংকর পাল বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জহিরুল হাসান আকন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা শাকিল হাসান বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় তিনটি পৃথক মামলা করেন। মামলার আসামি নাসির উদ্দিন রানাকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
পরে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্তমান চেয়ারম্যান সন্ত্রাসী মো. নাসির উদ্দিন রানাকে দ্রুত গ্রেফতারের দাবিতে নেত্রকোনা-ঈশ্বরগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান নাসির উদ্দিন রানার মুঠোফেনে একাধিকবার কল করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
এইচ এম কামাল/জেএস/জেআইএম