সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্ম, টেলিভিশন বিশেষ করে খেলার চ্যানেলে ডিজিটাল, অনলাইন বাজি বা জুয়ার বিজ্ঞাপন সম্প্রচার-প্রচার বন্ধে তদারক ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১১ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী হাইকোর্ট বেঞ্চ এ আদেশে দেন।
আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী, অ্যাডভোকেট মো. জুলফিকার আলী ও ব্যারিস্টার শাহরিয়ার শহীদ সাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান।
এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মিফতাহুল আলম ও সুমিত কুমার সরকার জনস্বার্থে আবেদনটি করেন। ওই আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রিটকারী আইনজীবী কামাল হোসেন মিয়াজী।
তিনি বলেন, জুয়ার বিজ্ঞাপন প্রচার করা ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। সেইসঙ্গে বিকাশ, নগদ, রকেট, এমক্যাশসহ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে যাতে জুয়া খেলার অর্থ পরিশোধ করতে না পারে সে বিষয়ে নির্দেশনা জারি করতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংককে।
এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে টিভি চ্যানেল ও সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। গত বছরের ১৮ ডিসেম্বর ওই রুল জারি করা হয়। যা এখনো বিচারাধীন। ওই সময় সুপ্রিম কোর্টের আইনজীবী মিফতাউল আল ও সুমিত কুমার সরকার রিটটি দায়ের করেছিলেন।
তার আগে বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টসে সব ধরনের জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজকোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার। একই বছরের ১১ ডিসেম্বর ওই নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠানোর পর কোন ধরণের পদক্ষেপ গ্রহণ না করায় এই রিট করা হয়।
এফএইচ/জেএইচ/জেআইএম