দেশজুড়ে

মাদারীপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মাদারীপুর সদর থানার ছিলারচর ইউনিয়নের গুচ্ছগ্রামের এক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি শওকত তস্তারকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১০ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

র‌্যাব-৮, সিপিসি-৩ সূত্রে জানা গেছে, মাদারীপুর ক্যাম্প ও র‌্যাব-১১, সিপিএসসি কোম্পানির একটি যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুরের কোম্পানি কমান্ডার মো. মুহতাসিম রসুল জাগো নিউজকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।

আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/এমএস