দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে পরিবহন ও যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাকসহ প্রায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া প্রান্তে এ যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের তেমন কোনো চাপ নেই। পরিবহন বা ছোট গাড়ির কোন সিরিয়াল হচ্ছে না। আসলেই সরাসরি পারাপার হচ্ছে। তবে ৬০ থেকে ৭০টি পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে। যা প্রায় প্রতিনিয়তই থাকে। ঘণ্টা খানেকের মধ্যে সেটাও থাকবে না।রুবেলুর রহমান/এসএস/পিআর