দেশজুড়ে

সাতক্ষীরায় বিএনপি সমর্থকদের বাড়িতে আ.লীগের হামলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে আ.লীগ প্রার্থী জি এম শুকুর আলীর নেতৃত্বে তার কর্মী সমর্থকরা বিএনপি প্রার্থী সদেকুর রহমানের কর্মী সমর্থকদের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তারা কয়েকজনকে পিটিয়ে আহত করেছে। মঙ্গলবার রাতে ঈশ্বরীপুর ইউনিয়নে ধুমঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, আব্দুল ওহাব, আলম, আবু বক্কর গাইন, আবু দাউদ, সঞ্জয়দাশ, তার স্ত্রী, আব্দুল হামিদ আব্দুল ও আব্দুল হামিদ।বিএনপির চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমানের ভাই আব্দুল ওহাব জানান, আ.লীগ প্রার্থী শুকুর আলীর নেতৃত্বে তার কর্মীরা ধুমঘাট এলাকায় মোটরসাইকেলে শোডাউন দিচ্ছিল। ফিরে এসে তারা ধুমঘাট এলাকায় সঞ্জয় দাশ, আবু বক্কর গাইন ও দাউদ গাইনের বাড়িতে হামলা করে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ সময় আ.লীগ কর্মীসমর্থকদের বাধা দিতে গেলে তারা ১০ জনকে পিটিয়ে আহত করে। এ সময় তারা ১০-১৫টি মোটরসাইকেল ভাংচুর করে।এ ব্যাপারে শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল কল রিসিভ করেননি।এফএ/পিআর