খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি দেশবিরোধী চক্রান্তে লিপ্ত। তারা নানা ষড়যন্ত্র করছে। শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। জনগণ তাদের এ আশা পূরণ হতে দেবে না। দেশবিরোধী এসব চক্রান্ত প্রতিহত করতে হবে। যুবলীগের নেতাকর্মীদের বিএনপির ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। বুধবার (১২ জুলাই) দুপুরে জেলার পোরশার সরাইগাছি হাইস্কুল মাঠে পোরশা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদদাদ খান পিটু, প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।
আরও পড়ুন: সোনার বাংলা গড়তে সোনার মানুষ দরকার: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী বলেন, এমন কোনো খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য-সহযোগিতা পৌঁছেনি। দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছাতে যুবলীগের নেতাকর্মীদের কাজ করতে হবে।
উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা থাকলে সবখানে উন্নয়ন হয়। নওগাঁ-১ আসনে ১০ কিলোমিটার রাস্তা পাকা ছিল না। এ সরকারের আমলে আসনে ৪০০ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে। সরকার পদ্মা সেতু, মেট্রোরেলের মত মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। সামনের দিনগুলোতে উন্নয়নের আরও সুবিধা জনগণ ভোগ করবে।
পোরশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ও উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
আব্বাস আলী/আরএইচ/জিকেএস