বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যানসহ একই পরিবারের পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১২ জুলাই) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা
তারা হলেন- ইউপি চেয়ারম্যান জয়নাল উদ্দিন, তার ভাই জামাল উদ্দিন, কামাল উদ্দিন ও মহিউদ্দিন এবং তার বাবা নুরুল কবির। তারা সবাই একই পরিবারের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের নুরুল কবির মেম্বার পাড়ার বাসিন্দা।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল করিম জানান, অভিযুক্তরা চৈক্ষ্যং ইউনিয়নের ওমর ফারুকের পাঁচ একর জমি দখলের চেষ্টাকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
তারা নির্যাতন চালিয়ে ফারুকের স্ত্রীর শ্লীলতাহানি করেন। পরে এ ঘটনায় ওমর ফারুক বাদী হয়ে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। বুধবার অভিযুক্তরা জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নয়ন চক্রবর্তী/আরএইচ/জিকেএস