সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় আহত আকাশ মাহমুদ (২২) মারা গেছেন। এ ঘটনায় আহত আরও তিনজন সাভারের এনাম মেডিকেলে ভর্তি রয়েছেন।
বুধবার (১২ জুলাই) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজের ডিউটি অফিসার ইউসুফ আলী। এরআগে বেলা সাড়ে ১১টার দিকে ওই হাসপাতালে মারা যান আকাশ।
আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী
আকাশ মাহমুদ মানিকগঞ্জের শিবালয় থানার কল্যাণপুর গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি সাভারের ব্যাংক কলোনি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের বাবা আবুল বাশার জানায়, আকাশ একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। গত ৯ জুলাই অফিসের টাকা বুঝিয়ে দেওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর রাত ৮টার দিকে জানতে পারি হৃদয় গ্রুপের লোকজন তাকে কুপিয়ে আহত করেছে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আকাশ মারা যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার গোপ জানান, ঘটনার পর দুজনকে আটক করা হয়। তদন্তের স্বার্থে তাদের পরিচয় দেওয়া যাচ্ছে না। বাকিদের আটক অভিযান অব্যাহত রয়েছে।
মাহফুজুর রহমান নিপু/আরএইচ/জিকেএস