দেশজুড়ে

নির্বাচন সুষ্ঠু না হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি

২২ মার্চের ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।বুধবার সকাল সোয়া ১০টার দিকে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী মেনন এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সুষ্ঠু ভোটে সরকারের আন্তরিকতার কমতি নেই। কিন্তু তারপরও নির্বাচন কমিশনের অদক্ষতা আর প্রশাসনের নতজানুর কারণে নির্বাচনী মাঠে সর্বত্র রব উঠেছে, সুষ্ঠু নির্বাচন হবে কি না, জনগন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কি না?দুই দিনের বরিশাল সফরে মন্ত্রী নিজের অভিজ্ঞতার বর্ননা দিয়ে বলেন, যার সঙ্গেই তার কথা হয়েছে-হচ্ছে সবাই সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ের কথা বলছেন। তিনি বলেন, ওয়ার্কার্স পার্টি দল হিসেবে বড় নয়, সব ইউনিয়নে প্রার্থী তারা দিতে পারেননি, তবে যেসব জায়গায় তাদের প্রার্থী নির্বাচিত হতে পারে, সেখানেই প্রার্থী দিয়েছেন। এ ক্ষেত্রে বাঁধার সৃষ্টি করা হলে ১৪ দলে আস্থা ও বিশ্বাস নষ্ট হতে পারে বলে মন্তব্য করেন বিমান ও পর্যটন মন্ত্রী। স্বাধীনতার ৪৫ বছর পর প্রথমবারের মতো দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হলে এবং জনগন ভোট দিতে পারলে তৃণমূলে গনতন্ত্র শক্তিশালী হবে। অন্যথায় ভোটাধিকার প্রয়োগ করতে না পাড়লে জনগন আশাহত হবে বলেও জানান তিনি।  নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা সত্যি হলে ১৪ দলে ওয়ার্কার্স পার্টির অবস্থান কি হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা নিয়ে ১৪ দলে আলোচনা হবে। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী আঞ্চলিক উন্নয়ন প্রশ্নে বরিশালের বিলাঞ্চলে ভাসমান পদ্ধতিতে সবজী-চারা উৎপাদন এলাকাকে পর্যটন এলাকা ঘোষণা, দেড়শ বছরের ঐহিত্যবাহী দূর্গাসাগরের উন্নয়ন, পর্যটন মোটেল নির্মাণ, বরিশাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনসহ নানা বিষয়ের কথা বলেন। এছাড়া যুক্তরাজ্যের শর্ত পূরোণ করেই যথাসময়ে কার্গো বিমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করাসহ অন্যান্য বিষয় তাদের হাতে ছেড়ে দেয়ার প্রক্রিয়া চলছে বলে সাংবাদিককের জানান বিমান ও পর্যটন মন্ত্রী।মতবিনিময়কালে বরিশাল ৩ আসনের এমপি টিপু সুলতানসহ স্থানীয় ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাইফ আমীন/এফএ/এমএস