আশ্রয়ণ প্রকল্পে প্রথম বিয়ের অনুষ্ঠান। তাই কনের জন্য বিয়ের উপহার নিয়ে ছুটে গেলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে এমনই ঘটনা ঘটেছে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর আশ্রয়ণ-২ প্রকল্পে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে ফাজিলপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর আশ্রয়ণ-২ প্রকল্পের ৬৮টি ঘরের চাবি হস্তান্তর করা হয় উপহারভোগীদের হাতে। আশ্রয়ণের ২৫৭ নম্বর ঘরের বাসিন্দা অটোরিকশাচালক বেলাল হোসেনের পরিবার। বেলাল-খতিজা বেগম দম্পতির তিনটি কন্যা সন্তান। বড় মেয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তারের বিয়ে ঠিক হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) একই উপজেলার ছনুয়া এলাকার গ্রামপুলিশ সদস্য মোহাম্মদ আলমের ছেলে অটোরিকশাচালক মো. অনিকের সঙ্গে তার বিয়ে হবে।
এ খবর পান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক রিপন। আজ দুপুরে খেজুর ও বিয়ের উপহার নিয়ে হাজির হন তিনি। চেয়ারম্যানকে দেখে আশ্রয়ণের খালি জায়গায় জড়ো হন বাসিন্দারা।
এসময় সবার উদ্দেশে ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন বলেন, ‘প্রধানমন্ত্রী অসহায় মানুষের কথা চিন্তা করে যে আশ্রয়ণ গড়ে দিয়েছেন, সে আশ্রয়ণে প্রথম কোনো মেয়ের বিয়ে হচ্ছে শুনে উপহার নিয়ে ছুটে এসেছি। আপনাদের সমস্যাগুলোর কথা শুনেছি। সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আশ্রয়ণের বাসিন্দাদের জন্য সরকারি ২০০ শতাংশ খাস জায়গায় ১১ জন কৃষক মিলে ধান চাষ করেছেন। এ কাজে উপজেলা কৃষি বিভাগ আউশ প্রণোদনার বীজ ও সার দিয়েছে। ব্যক্তিগতভাবে চাষিদের ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছি। আগামীতেও আশ্রয়ণের যে কেউ যেকোনো উৎপাদনমুখী কাজে এগিয়ে এলে তাদের আর্থিকভাবে সহায়তা করা হবে। তাদের মাথাগোঁজার ঠাঁই হয়েছে, তারা যেন স্বাবলম্বী হতে পারেন।’
এসময় বেলাল-খতিজা দম্পতি মেয়ের বিয়ের দাওয়াত দিলে চেয়ারম্যান ওই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আশ্বাস দেন। এছাড়া যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আফতাব উদ্দিন, স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহ আলম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মহসিন অপু, বর্তমান সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/এএসএম