দেশজুড়ে

মাদক বিক্রির ভিডিও ফেসবুকে, সেই মোমিনুল কারাগারে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিক্রির একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর সেই মাদক কারবারি মোমিনুল ইসলামকে (২৭) গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

গাঁজা ব্যবসায়ী মোমিনুল ইসলাম উপজেলার সোনারায় ইউনিয়নের ফতেখাঁ গ্রামের মৃত জহির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক বিক্রির একটি ভিডিও নজরে আসে সুন্দরগঞ্জ থানা পুলিশের। পরে অভিযান চালিয়ে বাড়ির পাশ থেকে মোমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। মোমিনুলের বিরুদ্ধে মাদক কারবার ও চুরিসহ একাধিক অভিযোগ রয়েছে।

এর আগে একাধিক ফেসবুক থেকে মোমিনুলের গাঁজা বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, মোমিনুল অপর এক যুবকের হাতে গাঁজা দিয়ে টাকা নিচ্ছেন। ভিডিও ধারণকারী ব্যক্তি মোমিনুলকে গাঁজা বিক্রি করতে নিষেধ করলে মোমিনুল বলে, আমি কী কাউকে ডেকেছি, ওরা আসে তাই বিক্রি করি। পুলিশ কিছু করতে পারবে না বলে ভিডিওতে দাবি করে গাঁজা বিক্রেতা মোমিনুল।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, ভিডিওটি নজরে আসার পর মাদক ব্যবসায়ী মোমিনুলকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শামীম সরকার শাহীন/জেএইচ