ঝিনাইদহে পূর্ব বিরোধের জেরে জেলা যুবদল সদস্য লিটন মন্ডলকে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সদরের পাগলাকানাই ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় লিটনকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। লিটন জেলা সদরের বাড়িবাথান গ্রামের রেজাউল মন্ডলের ছেলে এবং পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন লিটন। পথে পাগলাকানাই ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে আগে থেকে ওতপেতে থাকা কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। সেসময় স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: ধাওয়া-পাল্টা ধাওয়ায় সম্পন্ন চুয়াডাঙ্গা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসমিন সুলতানা জানান, লিটনের ডান হাত পুরোটা এবং বাম হাতের বেশির ভাগ অংশ কাটা পড়েছে। এছাড়াও দুই পা এবং শরীরের অন্যান্য স্থানেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, পূর্ব বিরোধের জেরে লিটনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এটা মূলত স্থানীয় সামাজিক বিরোধ। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলেন প্রবাসী যুবক
এদিকে যুবদল নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে শহরের হামদহ এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, যুবদল করার কারণেই লিটনকে কুপিয়ে আহত করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এর আগেও তার ওপর একাধিকবার হামলা হয়েছিল। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছি। সামনে এর প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হবে।
আব্দুল্লাহ আল মাসুদ/বিএ/জিকেএস